নিউজ ডেস্ক: সাদা থানের বিভীষিকার রেশ খতম হতে না হতেই বিজেপি প্রার্থীর বাড়িতে ফের আলতা মাখানো সাদা ধুতি, রজনীগন্ধার মালা আর তাজা বোমা রেখে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল বনগাঁর ঘাট বাহাত্তর গ্রাম পঞ্চায়েত। গতকাল মধ্যরাতে পঞ্চায়েত সমিতির ২০ নম্বর প্রার্থী আশিস মণ্ডলের বাড়িতে রজনীগন্ধার মালার মধ্যে ৩ টি তাজা বোমা আর ধুতিটি রাখা হয়েছিল বলে সূত্রের খবর।
বিষয়টি বোঝার পরই আতঙ্ক নেমে আসে আশিস মণ্ডলের পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। সেই সঙ্গে আসেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। আশিস মণ্ডল তাঁর জবানবন্দীতে জানান,’ সকালে ঘুম থেকে উঠে দেখি তিনটে বোমা পড়ে রয়েছে। সেই সঙ্গে রয়েছে ফুল, সাদা থান আর বিজেপির পতাকা।’ তাঁর দাবি, এই ঘটনা স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাই ঘটিয়েছেন। তারা বুঝতে পেরেছে ভোটে তাদের হার নিশ্চিত, তাই এসব ঘটনা ঘটাচ্ছে।’
একই সুরে তৃণমূলকেই দুষেছেন অশোক কীর্তনীয়াও। তিনি বলেন,’ ‘মানুষ যাতে পঞ্চায়েতে ভোট দিতে না পারে সেই কারণে ভীতি প্রদর্শন করে এই নোংরা কাজ করা হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী আশিস মণ্ডল এই গ্রামকে নেতৃত্ব দেন। তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। সিপিএম এর সংস্কৃতি আমদানি করেছে তৃণমূল।’ যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছেন বনগাঁ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুজ্জামান মণ্ডল। তাঁর দাবি নিজের বাড়িতে নিজেই বোমা রেখে রাজনীতি করছেন বিজেপি প্রার্থী।