নিউজ ডেস্ক: অনিন্দ্য সেনগুপ্ত। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘X = প্রেম’-এ ডেবিউ করেই ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। তারপর ওটিটি দুনিয়ায় বেশ কিছু ছবি এবং সিরিজে দেখা গিয়েছে তাকে। তবে এবার তার জীবনে সবথেকে বড় প্রাপ্তিযোগ, ‘কড়ক সিং’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয়। আর সেই ছবির শুটিংয়ের দিনগুলির কথা ভাগ করে নিলেন অনিন্দ্য। পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তার কাজের অভিজ্ঞতার কথাও জানালেন তিনি।
ছবির নাম ‘কড়ক সিং’। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন অনিন্দ্য। জাতীয় স্তরের এক সংবাদসংস্থাকে অনিন্দ্য সেনগুপ্ত জানান, “আমি খুবই আনন্দিত। আমার জীবনে প্রথম ছবি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে, তারপরই আমার পরের কাজের প্রস্তাব পাই ‘নীহারিকা’য়। প্রথম ছবিতে খিলাত চরিত্রটিকে দর্শকের বেশ পছন্দ হয়েছিল। এবারেও নীহারিকাতে রঙ্গন চরিত্রটি আশা করি অনেকেরই ভালো লাগবে।‘ তবে ‘কড়ক সিং’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয়, তার সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা
পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে অনিন্দ্য জানান, “খুব বেশি দৃশ্য ছিল না পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে। তবে শুটিং ফ্লোরে যতটুকু সময় তার সান্নিধ্য পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি তার কাছ থেকে। তবে অবসরে খুব বেশি কিছু নিয়ে কথা হত না আমাদের। খোশগল্পই করতাম আমরা। এত কম সময়ের মধ্যে কীভাবে পুরো শুটিং প্রক্রিয়া শেষ হল, তা দেখে পঙ্কজজি সত্যিই আশ্চর্য হয়েছিলেন। মানুষ হিসেবে তিনি অত্যন্ত মাটির মানুষ। তার সঙ্গে কথা বলার সময় খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম। পঙ্কজজিই আমাকে শিখিয়েছেন আসলে বিনয়ী হওয়ার মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে।“