নিউজ ডেস্ক: ইঙ্গিত ছিলই, এবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সরকারিভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং আইনের দিকগুলি পর্যালোচনা করার জন্য ৪ সদস্যের কমিটি গঠন করল সরকার। এই কমিটিতে রাখা হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের প্রথম সারির অভিজ্ঞ মন্ত্রীদের। কিরেন রিজিজুর নেতৃত্বাধীন এই কমিটিতে অন্য ৩ সদস্যের মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি, জি কিশান রেডিড এবং অর্জুন রাম মেঘওয়াল।
কিরেন রিজিজু আদিবাসী সংক্রান্ত প্রশ্নে, স্মৃতি ইরানি নারী অধিকার সংক্রান্ত প্রশ্নে, জি কিষাণ রেড্ডি উত্তর-পূর্ব রাজ্যগুলির স্বার্থের বিষয়ে এবং অর্জুন রাম মেঘওয়াল আইনের দিকগুলি দেখছেন। বিষয়টি নিয়ে বৈঠক করে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
উল্লেখ্য, ভোপালে দিনকয়েক আগে ভাষণ দেওয়ার সময় ইউনিফর্ম সিভিল কোড লাগু করা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ভারতের মুসলমানদের উদ্দেশ্যে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি মুসলমান সম্প্রদায়কে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি বিরোধী দলগুলিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টই যে বারবার ইউনিফর্ম সিভিল কোড লাগু করার কথা বলছে, সে কথাও মনে করিয়ে দেন মোদী।