নিউজ ডেস্ক: বাজারে এল নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘থ্রেডস’। ৬ জুলাই বৃহস্পতিবার মেটা তাদের এই নতুন অ্যাপ চালু করল সর্বসাধারণের জন্য। এখনও পর্যন্ত সকলেই মনে করছেন এলন মাস্কের টুইটারের সমকক্ষ এবং যোগ্য প্রতিদ্বন্দ্বী এই ‘থ্রেডস’। তবে এলন মাস্ক এ নিয়ে একটি টুইটে জানিয়েছেন যে মেটা সম্পূর্ণভাবে টুইটারের নকল করেছে। তবে কি থ্রেডস এবং টুইটারের ব্যবহারবিধি একই? মেটার দাবি তা একেবারেই নয়। তবে টুইটারের থেকে ‘থ্রেডস’ কোথায় আলাদা?
থ্রেডস আসলে একটি টেক্সট-ভিত্তিক বার্তালাপ মাধ্যম। মেটা জানিয়েছে থ্রেডস ব্যবহারকারীরা এই মাধ্যমে ৫০০টি ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন যেখানে টুইটারে ২৮০টি ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারেন আনভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারীরা। তবে টুইটারে সম্প্রতি ৮ ডলারের বিনিময়ে ব্যবহারকারীদের ২৫ হাজার শব্দ পর্যন্ত লেখার অবকাশ দেওয়া হয়েছে।
অন্যদিকে থ্রেডস ব্যবহার করতে গেলে ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা জরুরি। আর এই মাধ্যমে যে কোনো ব্যক্তি ৫ মিনিট পর্যন্ত ভিডিয়ো পোস্ট করতে পারবেন। টুইটারে যেখানে ব্লু-টিকহীন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা যেত। থ্রেডসে এখনো পর্যন্ত ড্রাফট সেভ করার অপশন চালু নেই। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই মাধ্যমে কোনোরকম বিজ্ঞাপন দেখানো হবে না। মেটার তরফেও বিজ্ঞাপন থাকবে না ব্যবহারের সময়।
এখনো পর্যন্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়া বেশ কিছু স্ক্রিনশটে দেখা গিয়েছে থ্রেডসের ইন্টারফেস অনেকটাই ইনস্টাগ্রামের মত। বলা যেতে পারে ইনস্টাগ্রামের টেক্সট-বেসড ভার্সন হল এই থ্রেডস। বলা বাহুল্য, টুইটারেরই বিকল্প হতে চলেছে মেটার নতুন মাইক্রোব্লগিং সাইট। থ্রেডস লঞ্চ হওয়ার পরেই দু’ঘণ্টায় ২০ লাখের বেশি লগ ইন হয়েছে। চার ঘণ্টায় ৫০ লাখ গ্রাহক লাইক করেছেন।