নিউজ ডেস্ক: মালদার কালিয়াচকে একই পরিবারের দুই ভাই ও তার স্ত্রী সন্তানদের জোর করে ধর্ম পরিবর্তনের মামলায় তদন্তে নামল সিবিআই। বৃহস্পতিবার একযোগে মালদার মোথাবাড়ি ও কালিয়াচকের ছয়টি জায়গায় হানা দেয় সিবিআই আধিকারিকরা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নথি সংগ্রহ করেন বলে জানা গেছে। যদিও সিবিআইয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে তদন্তের বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত এই মামলায় জুন মাসে সিবিআইকে বিস্তারিত তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ সিবিআইকে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়। অভিযোগ ছিল স্থানীয় একটি বিশেষ সম্প্রদায়ের মানুষরা গোষ্ঠীবদ্ধ হয়ে ওই তাদের ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে। সুরাহা চাইতে গেলে কালিয়াচক থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক উদয় শঙ্কর ঘোষ এবং দুই পুলিশ কর্মী অভিযোগকারীদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করে। ধর্ম পরিবর্তন করার চাপ দেওয়ার অভিযোগ তুলে প্রথমে ধর্নায় বসে ওই পরিবার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ১৫ মে ২০২২ টুইট করলে বিষয়টি সকলের নজরে আসে। নড়ে চড়ে বসে একাধিক সংগঠন। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযোগকারী পরিবার।