নিউজ ডেস্কঃ দায়িত্ব নতুন। কিন্তু মধ্যাহ্ন ভোজন পুরোন সতীর্থদের সঙ্গে। যাকে বলে রীতিমতো সেলিব্রেশন মুডে ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া নির্বাচক প্রধান অজিত আগরকার।
মঙ্গলবার জাতীয় দলে নয়া দায়িত্বে আসীন হয়েছেন ভারতীয় এই অল-রাউন্ডার। আর তারপরই লন্ডনে সচীন তেন্ডুলকার, যুবরাজ সিং’দের সঙ্গে একই টেবিলে দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তেন্ডুলকার নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘খাদ্য এবং বন্ধুত্ব, এই দুইয়ের জন্য আজও আমাদের অটুট সম্পর্ক’। সেই পোস্টে আবার কমেন্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন হেভিওয়েট খেলোয়াড় ব্রায়ান লারা।
উল্লেখ্য, দলের প্রধান নির্বাচক হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন হাই-প্রোফাইল এই ক্রিকেটার। এর আগে সিনিয়র মুম্বই দলের প্রধান নির্বাচক এবং আইপিএল’এ দিল্লি ক্যাপিটলসের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন অজিত।
দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছন আগরকার। ৩৪৯টি আন্তর্জাতিক উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। তবে শুধু ফাস্ট বলার হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তাঁর সাফল্য যথেষ্ট। সব ফরম্যাট মিলিয়ে মোট ১৮৫৫ রান রয়েছে তাঁর। দীর্ঘ অভিজ্ঞতার কারণেই আজ তিনি জাতীয় দলের প্রধান নির্বাচক।
সূত্রের খবর, অজিতকে জাতীয় দলের নির্বাচক হিসেবে পাওয়ার জন্যে নাকি বেতন কাঠামোয় পরিবর্তন এনেছে বোর্ড। বার্ষিক ১ কোটির বদলে অজিতকে নাকি ৩ কোটি টাকা দেওয়া হবে বলেই খবর। তবে অন্যান্য নির্বাচকদের বেতনেও পরিবর্তন আনা হয়েছে বলে খবর। অজিতের পাশাপাশি অন্যান্য নির্বাচকরা হলেন, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শিবসুন্দর দাস, এস শরথ এবং সলীল আঙ্কোলা।