নিউজ ডেস্ক: প্রেমে কারো বুক ফাটে তবু মুখ ফোটে না। প্রেমে পড়া যেমন আকস্মিক, তেমনই প্রেমের অনুভূতি প্রকাশ করাও অনেকের কাছেই খুব একটা সহজ হয়ে ওঠে না। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল যেখানে দেখা যাচ্ছে কেদারনাথের মন্দিরের সামনে একটি মেয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা প্রেমিকের আঙুলে পরম ভালোবাসায় পরিয়ে দিলেন প্রেমের আংটি।
সেই ভিডিও ক্লিপে দেখা যায়, হলুদ পোশাকে এক যুগল কেদারনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে দেবতার কাছে প্রার্থনা করছেন। তার মধ্যেই ক্যামেরার পিছনে থাকা এক ব্যক্তি মেয়েটির হাতে তুলে দেন একটি আংটির বাক্স। আর মেয়েটি তার প্রেমিকের পাশে হাঁটু গেড়ে বসে তাকে ডাক দিতেই প্রার্থনা সেরে আশ্চর্য হয়ে যান তিনি। প্রেমিকার ভালোবাসার আর্তি খুব স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে পারেননি তিনি। তারপরেই দেখা যায় মেয়েটি তার প্রেমিকের আঙুলে পরিয়ে দিচ্ছেন আংটিটি। পরে দুজনই দুজনকে জড়িয়ে ধরেন পরম ভালোবাসায়।
মন্দির চত্বরে এমন ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা দেশে তথা দেশের বাইরেও। সমাজমাধ্যমে এই ভিডিও দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন তাদের নিয়ে। কেউ কেউ এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্যেই মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। কেদারনাথ মন্দির কমিটির কাছে আমি আর্জি জানাচ্ছি যাতে তারা মন্দিরের ২০ কিলোমিটারের মধ্যে কাউকে মোবাইল ফোন ব্যবহার করে না দেন’। এর পরেও যুগলের প্রেমের দৃশ্যে মাতোয়ারা অধিকাংশ নেটিজেন।