নিউজ ডেস্ক: দাঙ্গা-বিধ্বস্ত ফ্রান্সে মোদীকে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স সরকার। মোদীর ফ্রান্স সফর সুনিশ্চিত করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। উল্লেখ্য, আগামী ১৪ জুলাই ফ্রান্সে উদযাপন হবে বাস্তিল দিবস। এই দিনটিকে জাতীয় দিবস হিসেবেই মান্যতা দেয় ফ্রান্স। ভারতের স্বাধীনতা দিবসের মতো এই দিনটিতে ফ্রান্সে সেনা-প্যারেড এবং আতসবাজির প্রদর্শনী হয়। ভিড় করেন জনগণ। বিদেশ থেকেও আমন্ত্রিত থাকেন বিশেষ অতিথিরা।
সূত্রের খবর, এইবার বাস্তিল দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। সৈন্য প্যারেডের অনুষ্ঠানে এবার ফ্রান্সের আকাশে মহড়া দেখাবে ভারতের রাফায়েলও। এই কারণে, আগামী ১৪ জুলাই বিশেষ গুরুত্বপূর্ণ ফ্রান্স এবং ভারতের কূটনৈতিক ইতিহাসে।
তবে এই আয়োজনের মাঝেই ফ্রান্সে সাম্প্রদায়িক অশান্তি তুমুল আকার ধারণ করায় বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে মোদীর ফরাসি-সফর নিয়ে। এই অবস্থায় ফ্রান্স যে কোনওভাবে মোদীকে আনতে আগ্রহী। এই উদ্দেশ্যে মোদীর ফ্রান্স-যাত্রা নিশ্চিত করতেই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভারত পাঠাচ্ছে ফ্রান্স। আজই ভারত সফরে আসার কথা এনএসএ ইমানুয়েল বনের। ফ্রান্সের বর্তমান পরিস্থিতি এবং মোদীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা সবিস্তারে জানাতেই তাঁর ভারতে আগমন হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রে।