নিউজ ডেস্ক: সারা রাজ্যে ভোট। অথচ রাজ্য নির্বাচন কমিশন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসকের অনুরোধে পঞ্চায়েত ভোটের দিনে শুধুমাত্র রাত্রিকালীন ডায়মন্ড হারবার, নামখানা ও ক্যানিং থেকে শিয়ালদহ রুটে স্পেশাল ট্রেন চালাবে রেল। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে স্পেশাল ট্রেনের তালিকা। ইতিমধ্যে এই স্পেশাল ট্রেন চালু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির দাবী ভোটের দিন হিংসার “ডায়মন্ড হারবার মডেল” কার্যকরী করতেই এই সিদ্ধান্ত।
রেলের দেওয়া তথ্য অনুযায়ী ভোটের দিন নামখানা থেকে রাত ১১:৪৫ নাগাদ ডায়মন্ড হারাবার থেকে রাত ০১:০০ টা নাগাদ এবং ক্যানিং থেকে ০১:০০ টা নাগাদ শিয়ালদহমুখী ট্রেন চালাবে পূর্বরেল। প্রশাসন সুত্রের দাবী ভোটকর্মীদের সুবিধের জন্য রেল পরিষেবার অনুরোধ করা হয়েছিল। যা রেল ইতিমধ্যে মঞ্জুর করেছে। তবে এক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক যেখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলায় ভোট সেখানে শুধুমাত্র একটি জেলায় রেল পরিষেবা কেন?
Tags: NULL