নিউজ ডেস্ক: একটানা ভারী বৃষ্টির কারণে বিধ্বস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি বুঝে আগেই বাতিল করা হয়েছিল অমরনাথ যাত্রা। এবার খারাপ আবহাওয়ার জন্যে বন্ধ করা হল কেদারনাথ যাত্রাও।
ক্রমাগত ভারী বৃষ্টির কারণে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। এরই মধ্যে বুধবার উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিক্ষিপ্ত এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। বন্ধ করে দেওয়া হয়েছে সোনপ্রয়াগ এবং গৌরিকুণ্ডের বিভিন্ন রাস্তা। ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে যাত্রীদের প্রাণের আশঙ্কা থেকে যাচ্ছে। আর তাই কেদারনাথ যাত্রা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর কথায়, যেকোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তাঁর সরকার প্রস্তুত।
প্রসঙ্গত, জুলাই মাসের শুরু থেকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সহ সমগ্র উত্তর ভারতে বন্যা পরিস্থিতি। বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধসের কারণে সেখানে ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বুধবার ট্যুইট করে উত্তরাখণ্ডে ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার বেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দফতর। নতুন করে এই পূর্বাভাসে স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় সরকারের।