নিউজ ডেস্ক: রাজ্যসভায় বিজেপির সাংসদ পদপ্রার্থী, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ কলকাতায় এলেন। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার বিজেপির রাজ্যসভার প্রার্থী তিনি। মনোনয়ন জমা দিতে এদিন কলকাতায় আসেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে বাগডোগরা থেকে বুধবার দুপুরে কলকাতায় এসে পৌঁছন তিনি।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক তার বাড়ি গিয়ে সাক্ষাৎ করেন এসেছিলেন। ২৪শে জুলাই বাংলার সাত রাজ্যসভা আসনে নির্বাচন। ইতিমধ্যেই ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। সাতটির মধ্যে একটি আসনে জয় নিশ্চিত বিজেপির। বুধবার বিজেপির রাজ্যসভার এমপি পদে পশ্চিমবঙ্গ থেকে নমিনেশন জমা দিতে কলকাতায় এসে পৌঁছন তিনি।