নিউজ ডেস্ক: এখন তো পাকিস্তানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে লজ্জিত করেছেন। রাজ্য দেশের গন্ডি পেরিয়ে পাকিস্তানেও তার সমালোচনা হচ্ছে। বুধবার সল্টলেকে অনুসন্ধানকারী দলের হয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ।
সম্প্রতি পাকিস্তানের জাতীয় পর্যায়ের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় পঞ্চায়েত নির্বাচনে মৃতের তালিকা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা হয়েছে। ওই পত্রিকায় এতদিন মূলত বিজেপি, আরএসএস এবং ভারতের শাসকদলের সমালোচনা করার রেওয়াজ ছিল। সেই রেওয়াজ ভেঙ্গে প্রতিবেদনে ভারতের কোন আঞ্চলিক দলের তৃণমূল স্তরের নির্বাচনে হিংসার বিস্তৃত বর্ননা দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে বাংলার বোমা শিল্পের উল্লেখ রয়েছে। ব্যালট বুকে আঁকড়ে দৌড় দেওয়ার লজ্জাজনক ছবি ব্যবহার করা হয়েছে। এই সেই পত্রিকা যার প্রতিনিধিকে বাংলার এক সংখ্যালঘু মন্ত্রী “তার মিনি পাকিস্তান” দর্শন করিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল”। সেই পত্রিকার প্রতিবেদন উল্লেখ করে এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ পঞ্চায়েত নির্বাচনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলার ছবি কলংকিত করেছেন মমতা। যিনি বামেদের স্বৈরাচার এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছিলেন। তিনি গনতন্ত্রের গলা টিপে ধরেছেন। তাকে দেখে আজ বামেরা লজ্জা পেতে বাধ্য। এই অত্যাচার অতীতকে হার মানিয়ে দিচ্ছে”।
প্রসঙ্গত বিজেপির অনুসন্ধানকারী দলে রবিশংকর প্রসাদ ছাড়াও রয়েছেন ডঃ সত্যপাল সিং, ডঃ রাজদীপ রায় ও রেখা ভার্মা। বুধবার উত্তর চব্বিশ পরগনার মিনাখা, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ যাবে। বৃস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ও শুক্রবার উত্তরবঙ্গ যাবে। এই দল জে পি নাড্ডার কাছে তার রিপোর্ট পেশ করবে।