নিউজ ডেস্ক: বলিউড ছেড়ে হলিউডে পা রেখেছেন বলিউডের অনেক নায়িকা। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি সদ্যই নাম যোগ হয়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। বলিউডে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে দূর্দান্ত অভিনয়ের পরেই হলিউড সিরিজ ‘সিটাডেল’-এর হিন্দি ভার্সনে কাজের সুযোগ পান তিনি।
অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার পাশাপাশি বাড়ছে তাঁদের পারিশ্রমিকের দরও। তবে এই নায়িকার ধারে কাছেও আসে না জনপ্রিয় এই সকল অভিনেত্রীদের পারিশ্রমিকের মূল্য। তিনি আর কেউ নন বিশ্ব সুন্দরী উর্বশী রাউতেলা। বিভিন্ন কারণে চর্চায় থাকেন তিনি। কখনো তাঁর কাজের জন্য আবার কখনো তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তবে এই বার তাঁর পারিশ্রমিকের দাম শুনে প্রযোজকদের কপালে হাত ওঠার জোগাড়।
‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে একটি আইটেম গানে নাচার জন্য তিনি নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। ‘পুষ্পা’ ছবিতে ‘উ অন্তভা’ গানে তাল মিলিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। সিক্যুয়েল ছবিতেও তাঁকেই চেয়েছিলেন নির্মাতারা। তবে পেশাগত জীবন থেকে বিরতি নেওয়ার কারণে তিনি মানা করে দেন। এর পরেই প্রস্তাব যায় উর্বশীর কাছে। যদিও তিনি এই ছবিতে থাকবেন কিনা তা এখনো সিদ্ধান্ত নেননি নির্মাতারা।