নিউজ ডেস্ক: অবশেষে
আগামীকাল শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হতে চলছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং
বিচারপতি মিত্তলের ডিভিশন বেঞ্চে বকেয়া মহার্ঘ ভাতা (D. A.) মামলার শুনানি
রয়েছে। মামলার সিরিয়াল নাম্বার ৬০। ১০ নম্বর আদালত কক্ষে দুই বিচারপতির ডিভিশন
বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা বকেয়া মহার্ঘ ভাতা ( Dearness Allowance)
মামলাটির শুনানি হবে। সরকারের
বিরুদ্ধে এই মামলায় সওয়াল জবাবের জন্য বৃহস্পতিবার দিল্লির জন্য রওনা দিচ্ছেন
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং
গোপা বিশ্বাস।
অতীতে একাধিকবার কলকাতা
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দেয়।
রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে। কিন্তু তাতেও
হাইকোর্ট একই নির্দেশ বহাল রাখে। তারপরই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে
এসএলপি দাখিল করা হয়। কাকতালীয়ভাবে এই মামলায় বারংবার শুনানি পিছিয়ে যায়।
আরও পড়ুন: New TMC Campaign: নবীন, প্রবীণে রাজ্যসভায় যাত্রা তৃণমূলের
রাজ্য সরকারি কর্মচারীদের
একাংশের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশনের তরফ থেকে ২০১৬
সালে মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করা
হয়েছিল। সেই মামলায় রাজ্য সরকারের জয় হয়। তারপরেই হাইকোর্টে মামলা দায়ের করা
হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর
নির্দেশ দেয়। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ,
রিভিউ পিটিশন মিলিয়ে বার ছয়েক এই মামলা হেরেছে রাজ্য সরকার।
তারপরেও মহার্ঘ ভাতা দিতে ঘাম ছুটছে সরকারের। সরকারের তরফ থেকে দাবী করা হয় যদি
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হয় তাহলে বিভিন্ন জনহিতকর প্রকল্পে টান
পড়তে পারে। কেন্দ্রীয় হারে ভাতা দেওয়া সম্ভব না জানিয়ে মুখ্যমন্ত্রী কখনো ৩
শতাংশ কখনো ৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও ছিটেফোঁটা মহার্ঘ ভাতার বদলে কেন্দ্রীয়
হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একটা
বড় অংশ। একদিকে রাস্তায় আন্দোলন অন্যদিকে আদালতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে
যাচ্ছেন আন্দোলনকারীরা। তা সত্ত্বেও সরকারের অনড় মনোভাবে ক্ষুব্ধ সরকারি
কর্মচারীরা।