নিউজ ডেস্ক: মায়ানগরীর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিন দেখা মেলে বহু তারকার। বিদেশ যাওয়ার বিমান ধরতে প্রায়দিনই ক্যামেরাবন্দি হন তাঁরা। বুধবার সকাল সকাল এমনভাবেই মৌনি রায়কে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। নীল রঙের কো-অর্ড সেটের সঙ্গে কালো সানগ্লাস পরেছিলেন তিনি। হাতে ছিল তিন লাখের ডিজাইনার ব্যাগ।
পাপারাৎজিদের দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলেন তিনি। পোজও দেন ক্যামেরার সামনে। কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। বিমানবন্দরের দরজায় ঢোকার মুখেই তাঁকে আটকে দেন নিরাপত্তাকর্মী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যাগের ভিতর কোনো কিছু খুঁজতে হাতড়ে চলেছেন তিনি। তবে তন্ন তন্ন করে খুঁজেও না পেয়ে বাড়ি ফিরে গেলেন তিনি। আসলে কোনো আন্তর্জাতিক উড়ান ধরতে যাচ্ছিলেন তিনি কিন্তু পাসপোর্টটাই বাড়িতে ফেলে এসেছিলেন তিনি। ফলে এই হয়রানির জেরে আর বিমান ধরা হয়নি তাঁর। শেষে বিমানবন্দরের দরজা থেকেই ফিরে যেতে হয় তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা জানাজানি হওয়ার পর ট্রোল হতে হয় তাঁকে। যদিও তাতে কিছু মনে করেননি তিনি। এই মুহূর্তে বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছেন মৌনি। অভিনয়ের পাশাপাশি মুম্বইতে নিজের ব্যবসাও শুরু করেছেন। বিলাসবহুল রেস্তোঁরা খুলেছেন তিনি, নাম দিয়েছেন ‘বদমাশ’। তাঁকে শেষবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গিয়েছিল যা বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। এখন ছোট পর্দায় রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা যাচ্ছে তাঁকে।