নিউজ ডেস্ক: রাজভবনে পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশংকর প্রসাদের নেতৃত্বে রাজদীপ রায়, সত্যপাল সিং, রেখা বর্মা বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বুধবার এই প্রতিনিধি দল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় গিয়েছিল। সেখান থেকে তৈরি প্রাথমিক রিপোর্ট নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
উত্তর ২৪ পরগনায় নির্বিঘ্নে ফ্যাক্ট ফাউন্ডিং টিম ঘুরে বেরালেও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির এই প্রতিনিধি দলের আগমন ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে কুলতলী, বাসন্তী ও ডায়মন্ড হারবার এলাকায়। সূত্রের খবর তৃণমূলের তরফ থেকে বেশ কিছু জায়গায় রাস্তায় কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দেওয়া হতে পারে। বাধা দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও এখন দেখার পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে। এই জেলা বিজেপির দলের সর্বোচ্চ নেতা জে পি নাড্ডার কনভয়ে হামলার সাক্ষী থেখেছে। সেক্ষেত্রে আজ ফাইন্ডিং টিম কোন অসুবিধায় পড়লে স্বাভাবিকভাবেই মুখ পড়বে রাজ্য প্রশাসনের।
আরও পড়ুন: BJP: নজর লোকসভা, ৪ রাজ্যে নয়া সভাপতি বিজেপির
প্রসঙ্গত বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে প্রোভোকেশন টিম বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বারংবার রাজ্যে আগমন তার পছন্দ নয় বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসায় মুখ পুড়েছে রাজ্য প্রশাসনের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিন্দার ঝড় উঠেছে। পরিস্থিতি সামাল দিতে তৃণমূল আসরে নামলেও যথেষ্ট বেকায়দায় রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত এদিনই সন্ধ্যা সাতটা নাগাদ শেয়ালদহে ট্রেন ধরে উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে ওই প্রতিনিধি দলের হিংসা কবলিত এলাকায় শুক্রবার যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।