নিউজ ডেস্ক: প্রধান লক্ষ্য ২৪’এর লোকসভা নির্বাচনে বিজেপি’র হার। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে জোট বেঁধেছে দেশের বিরোধী দলগুলি। তবে এবার সেই জোটেই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং সিপিএম’র সঙ্গে জোট নিয়ে খানিক সন্দিহানে তিনি। অন্তত বুধবার নবান্নে তাঁর সাংবাদিক বৈঠক থেকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
পঞ্চায়েত নির্বাচনে অশান্তির জন্যে প্রথম থেকেই বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক শিবির। তালিকায় বিজেপির সঙ্গে রয়েছে কংগ্রেস এবং সিপিএম’ও। এবার সেই নিয়ে কড়া মন্তব্য করলেন মমতা। খানিক হুমকির সুরে বলেই দিলেন, ভাবনা চিন্তা করে মন্তব্য করা উচিত কংগ্রেস এবং সিপিএম’র। মমতার কথায়, “ওদের দেখলে আমার দয়া হয়। ওদের বিষয়ে কোনও মন্তব করতে চাই না। জাতীয় রাজনীতিতে ওদের সঙ্গে জোটের কথা চলছে। আর সেটা মাথায় রেখে ওদের মন্তব্য করা উচিত”। এরপরই তৃণমূল নেত্রী বলেন, “রাজ্যে আমাকে নিয়ে কটূক্তি করবে আর জাতীয় মঞ্চে ওদের সঙ্গে জোটে থাকবো! সেটা ভাবা উচিত।” আর মমতার এই উক্তিতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।
আরও পড়ুন: New TMC Campaign: নবীন, প্রবীণে রাজ্যসভায় যাত্রা তৃণমূলের
সম্প্রতি পাটনায় নীতিশ কুমারের নিমন্ত্রণে বৈঠকে বসে বিজেপি বিরোধী ১৫টি দল। কংগ্রেসের হয়ে উপস্থিত রাহুল গান্ধীর সঙ্গে সৌহার্দ্যমূলক ব্যবহার করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। আবার সূত্রের খবর, জাতীয়মঞ্চে বিজেপির বিরোধিতায় সিপিএম’র সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে আপত্তি নেই মমতার। তবে রাজ্য রাজনীতির সমীকরণ আলাদা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার মমতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস এবং সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের পর সেই ঝাঁঝ আরও বেড়ে গিয়েছে। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুললেন মমতা। কড়া ভাষায় মনে করিয়ে দিলেন জাতীয় মঞ্চে একসঙ্গে কাজ করতে চাইলে নেই ব্যবহার মেনে নেওয়া সম্ভব নয়।