নিউজ ডেস্ক: গত জুন মাস থেকেই বিক্ষোভের আঁচে পুড়ছে প্যারিস। এর মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা প্যারিস ফ্যাশন উইকের। আর তাতে যোগ দিতেই প্যারিস উড়ে গিয়েছিলেন বিশ্ব সুন্দরী উর্বসী রাউটেলা। তবে সেখানে গিয়ে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত তা নিজেই পোস্ট করে জানান।
গত জুন মাসে আমেরিকার মতো প্রতিবাদের সম্মুখীন হয় ফ্রান্সও। কারণ একই- কৃষ্ণাঙ্গ হত্যা। ফ্রান্সের ট্রাফিক আইন না মানার কারণে গুলিতে নিহত হন এক কৃষ্ণাঙ্গ যুবক। তারপরেই রাগে ফেটে পড়েন ফ্রান্সের জনগন। রাজধানী প্যারিসেও সেই আগুনের আঁচ এসে লাগে। হিংসা, প্রতিবাদ ও বিক্ষোভের মাঝেই প্যারিস পৌঁছান অভিনেত্রী। ইতোমধ্যেই পথে নেমেছেন হাজার হাজার মানুষ। যদিও নির্বিঘ্নেই কেটেছে প্যারিস ফ্যাশন উইকের অনুষ্ঠান। তবে প্রতিবাদের এই আবহে আটকে গিয়েছেন তিনি। তাই নিজের ও নিজের টিমের নিরাপত্তার কথা ভেবে চিন্তিত তিনি। ইনস্টাগ্রামে ফ্যাশন উইকের ছবি পোস্ট করেছেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন যে দেশে সবাই চিন্তা করছে তবে আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবেন তিনি।
প্রসঙ্গত, প্যারিস ফ্যাশন উইকে প্রতিবারের মতো এইবারও যেন চাঁদের হাট বসেছিল। দেশ বিদেশের নামীদামী তারকারা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে।