নিউজ ডেস্ক: ‘আদিপুরুষ’ ছবি নিয়ে জলঘোলা এখনো শেষ হয়নি। এর মধ্যেই সেন্সর বোর্ডের আতশ কাঁচের তলায় পড়েছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি২’ ছবিটি। আর মাত্র এক মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই সেন্সর বোর্ডের জালে আটকেপড়েছে এই ছবি। ফলে মুক্তির দিনক্ষণ নিয়ে আশঙ্কায় পড়েছেন নির্মাতারা।
প্রথম ছবি ‘ওএমজি: ওহ মাই গড’-এর একদশক পরে আসতে চলেছে তার সিক্যুয়েল। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক। প্রথম ছবি ‘ওএমজি’ তে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। আর এইবার শিবের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
হিন্দু দেব-দেবীদের নিয়ে তৈরি সিনেমা ঘিরে এমনিতেই সতর্ক থাকে সেন্সর বোর্ড। কোথাও বিরূপ কিছু দেখতে পেলে নির্দ্বিধায় কাঁচি চালাতে পারেন তারা। প্রয়োজনে ছবি মুক্তির তারিখ পিছানো এমনকী ছবি ব্যানও করতে পারেন।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির প্রথম ঝলক শেয়ার করে অভিনেতা জানান ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ওএমজি ২’। তবে এক মাস আগেই সেন্সর বোর্ডের দরবারে ধাক্কা খেয়ে সেই দিন পিছাতে পারে বলেও মনে করা হচ্ছে।