নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে এনসিপি-তে রাজনৈতিক পালাবদলের পর থেকে ফের শিরোনামে বিহার। দুই পাওয়ারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় এনসিপির ভাঙনের পর এক পক্ষ রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন ২০২৪ এর লোকসভার আগে ফের একবার পাল্টি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আরজেডি-র সঙ্গে বর্তমানে সরকার চালাচ্ছেন নীতিশ। আগামী লোকসভায় বিজেপির বিরুদ্ধে মহাজোটের মধ্যমণি হিসেবে বিহারের বরিষ্ঠ মুখ্যমন্ত্রীকেই প্রোমোট করা হতে পারে সূত্রের খবর। আর এইরকম সময়েই মহারাষ্ট্রে এনসিপির অবস্থা হতোদ্যম করেছে নীতিশকে ।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর উড়িয়ে দিয়েছেন লোকসভার আগে পুনরায় নীতিশের এনডিএ যোগের সম্ভাবনাকে। তাঁর মতে, এনসিপিতে ভাঙনের জন্য আর এইরকম সময়েই মহারাষ্ট্রে এনসিপির অবস্থা হতোদ্যম করেছে নীতিশকে। তিনি একজন রাজনীতিবিদ, তাই এইরকম ঘটনা তাঁর কাছে স্বাভাবিক। তবে ২৪ এর লোকসভা ভোটের পর বিহারের রাজনীতিতে বেশ কিছু পালাবদল হবে বলে ভবিষ্যদ্বাণী করেন পিকে।
তিনি বলেন,’২০২৫-এ বিহারের নির্বাচনের আগে অনেক কিছু পরিবর্তন হতে পারে। বিজেপি, জেডিইউ আর আরজেডি-র সাংসদ ও বিধায়কদের মধ্যে দল বদলের প্রবণতা দেখা যেতে পারে। এইভাবে আগামী বিধানসভা নির্বাচন আসতে আসতে অনেক কিছু পরিবর্তন দেখা যাবে বিহারের রাজনীতিতে।‘ এক কথায় মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদলের পর থেকে নীতিশের ফের এনডিএ-তে পাল্টি খাওয়া নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তা আপাতত নস্যাৎ করে দিলেন পিকে। তবে ২০২৪ এর লোকসভার ভোটের পরে বিহারের রাজনীতিতে মহাজোট সরকারের যে অনেক কিছু বদল আসতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু দিয়ে দিলেন তিনি।