নিউজ ডেস্ক: দিল্লির অর্ডিন্যান্স নিয়ে এখনও কোনও স্পষ্ট অবস্থান পাওয়া যায়নি কংগ্রেসের তরফে। তাই বিজেপি বিরোধী মহাজোটের পরবর্তী বৈঠকে থাকবেন না অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের মাত্র কয়েকদিন আগে এমনটাই জানিয়েছে আম আদমি পার্টি (আপ)।
আপের তরফে এক শীর্ষ নেতা জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে বলে পাটনার বৈঠকে জানিয়েছিল কংগ্রেস। যদিও এখনও সেই বিষয়ে কোনও মতামত জানায়নি হাত শিবির। আর তাতেই বেঁকে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো। কেজরিওয়ালের বক্তব্য, সংসদ অধিবেশনের ১৫ দিন আগে প্রকাশ্যে অর্ডিন্যান্সের বিরোধিতা করার কথা ছিল কংগ্রেসের। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু এখনও কোনও উত্তর আসেনি কংগ্রেসের তরফে। তাই কংগ্রেসের উপস্থিতিতে কোনও বৈঠকে থাকা সম্ভব নয় বলে জানিয়েছে আপ।
আরও পড়ুন: Maharashtra News: মহারাষ্ট্রে ‘পাওয়ার’ কাটের পর বিহার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
উল্লেখ্য, এই বিষয়ে আলোচনার জন্যে রাহুল গান্ধীকে চিঠি লেখেন কেজরিওয়াল। কিন্তু এখনও সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি। এমনকি পাটনার বৈঠকেও এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে খবর। আসলে আপের সঙ্গে কোনও জোটে যেতে চায় না দিল্লি এবং পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আপ’কে সমর্থনে নারাজ বেশ কয়েকজন নেতা। সেকারণে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছে না কংগ্রেস।
প্রসঙ্গত, কংগ্রেসের আমন্ত্রণে বেঙ্গালুরুতে আগামী ১৮ জুলাই দ্বিতীয় বৈঠকে বসতে চলেছে বিরোধী শিবির। দলের হয়ে আপ-সহ ২৪টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বৈঠকের আগের রাতে একটি নৈশভোজেরও আয়োজন করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, মহাজোটের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে। বৈঠকের স্থান পছন্দের ক্ষেত্রেও বৈশিষ্ট রয়েছে। সম্প্রতি কর্ণাটকে বিজেপিকে হারিয়ে দলের শক্তি প্রদর্শন করেছে কংগ্রেস। সেইসঙ্গে সূত্রের খবর, যেসমস্ত রাজ্যে জোট নিয়ে কোনও সমস্যা নেই, সেখানে আসন বন্টন নিয়ে আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা হতে পারে।