নিউজ ডেস্ক: ভাঙড়ের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে আমি তাকে সমর্থন করব। সওকতকে জানিয়ে দিলেন বিধানসভার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। নিজের বুথে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারেনি আরাবুল। কার্যত ভাঙড়ের দায়িত্ব থেকে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে দাপুটে এই তৃণমূল নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি ভাঙড় বিধানসভার তৃণমূলের অবজারভার হিসাবে দায়িত্ব পান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। সেই সওকত মোল্লার কাছে এবার দলের ভালোর জন্য ভাঙড়ের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন দাপটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
আরও পড়ুন: Maharashtra News: মহারাষ্ট্রে ‘পাওয়ার’ কাটের পর বিহার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দু’নম্বর ব্লকের হাতিশালায় একটি মিটিং হয়। সেই মিটিংয়ে দলীয় নেতৃত্বের কাছে এমনই প্রস্তাব রাখেন ভাঙ্গড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বলেন, “গণনা কেন্দ্রের মধ্যে সমর্থকদের মনের মধ্যে যে সন্ত্রাস সেই সন্ত্রাস চোখের সামনে দেখেছি। আইএসএফ কর্মী সমর্থকদের একটাই উদ্দেশ্য ছিল আরাবুলকে খুন করার। কিভাবে সেই সন্ত্রাসের হাত থেকে সওকত মোল্লা বাঁচিয়েছে আমাদেরকে আমি নিজে জানি। আমি চাই ভাঙড়ের দায়িত্ব সওকত মোল্লা নিক। ভাঙড়ের মানুষ এমন সন্ত্রাস দেখেননি। ভাঙড়ের মানুষ শান্তি প্রিয় মানুষ। ভাঙড়ের শান্তি ফিরে আসুক”।