নিউজ ডেস্ক: কোভিড ১৯ এর সময় থেকেই আমাদের সঙ্গী ছিল দুই– মাস্ক এবং স্যানিটাইজার। হাত ধোয়ার পরিবর্তে একটা সময় স্যানিটাইজার হয়ে উঠেছিল আমাদের কাছে অধিক নির্ভরযোগ্য জিনিস। আজ কোভিড নিয়ন্ত্রণে। কিন্তু এখনও চলে আসছে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার প্রবণতা। এক কথায় আমরা সকলেই জানি, হাতে লেগে থাকা কোভিড ভাইরাস (বলা উচিত যে কোনও ভাইরাস ও ব্যাকটেরিয়া) নষ্ট করতেই স্বাস্থ্য- বিশেষজ্ঞরা আমাদের ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন স্যানিটাইজার। কিন্তু বর্তমানে তাঁরাই নিষেধ করছেন স্যানিটাইজারের অনিয়ন্ত্রিত ব্যবহার করতে।
বিশেষজ্ঞরা বলছেন–
- স্যানিটাইজারের ব্যবহার আমাদের শরীরে থাকা উপযোগী ব্যাকটেরিয়াগুলিকেও নাশ করছে, এর ফলে কমে যাচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা।
- আবার ৬০% এর অধিক অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার ব্যবহার করলে হাতে দেখা দিতে পারে চর্ম রোগ, র্যাশ ইত্যাদি।
- স্যানিটাইজারের অন্যতম উপাদান ইথাইল অ্যালকোহল, যা চামড়া থেকে শুষে নেয় জল। এতে ত্বক হয়ে পড়ে শুষ্ক।
- অনেক স্যানিটাইজারে অ্যালকোহলের পরিবর্তে থাকে ট্রাইক্লোসান। এই উপাদানটি হাতের ত্বকের মাধ্যমে শোষিত হয়ে খুব দ্রুত শরীরের রক্তের সঙ্গে মিশে ক্যান্সার, হরমোনঘটিত রোগ, স্নায়ু- দুর্বলতা এমন কি বন্ধ্যাত্বের প্রবণতা পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে।
এই সমস্যাগুলি এড়িয়ে চলতে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, সাবান ও জল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে ঘনঘন স্যানিটাইজার ব্যবহার করা এড়িয়ে যাওয়াই শরীরের জন্য উপযুক্ত।