নিউজ ডেস্ক: হাতে গুনে আর মাত্র ঘণ্টাখানেক! আবারও ইতিহাসের সন্ধিক্ষণে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। শ্রীহোরিকোটা থেকে উৎক্ষেপণ হতে চলেছে চন্দ্রযান-৩ এর। এর আগে চটপট জেনে নেওয়া যাক এবারের মিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
chandrayaan-3 information
- সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM3 রকেটের (ভারতীয় রকেটের বাহুবলী নামে পরিচিত) সাহায্যে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩।
- পরিচালক-সিস্টেম এবং রোভার নিয়ে এবারের যানের ওজন ৩৯০০ কেজি।
- আগের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরও এবারের বাজেট চন্দ্রযান-২ -এর বাজেটের ২/৩ মাত্র, ৬১৫ কোটি।
- এই মিশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ISRO বরাত দিয়েছিল মুম্বইয়ে গোদরেজ এরোস্পেসকে।
- চন্দ্রযান-২ এর মতো চন্দ্রযান-৩ কেও নামানো হবে চাঁদের দক্ষিণ মেরুতে। উল্লেখ্য, এ পর্যন্ত পৃথিবীর কোনও দেশই সক্ষম হয় নি এই এলাকায় অবতরণ করতে।
- চন্দ্রযান-৩ -এ থাকছে না কোনও অরবিটার। চন্দ্রযান-২ -এর অরবিটারটি এখনও কাজ করে চলেছে সফলভাবে।
- চাঁদের কক্ষপথে পৌঁছতে চন্দ্রযান-৩ -এর সময় লাগবে ১ মাস মতো, আর চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার অবতরণ করবে আনুমানিক ২৩-২৪ আগস্ট।
- দূরদর্শন এবং ইসরোর অফিসিয়াল ইউটিউবে লাইভ দেখানো হবে চন্দ্রযান-৩ -এর উৎক্ষেপণ।