নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্য়ায় মা-মেয়ে মিলে ডিনারে গিয়েছিলেন সোনি রাজদান, আলিয়া ও শাহীন ভাট। রাতে ডিনার শেষে মুম্বইয়ের একটি নামী রেস্তোঁরা থেকে বেরোতে দেখা যায় তাঁদের। তখনই ছবি তোলার জন্য তাঁদের ঘিরে ধরেন সাংবাদিক ও ফোটোগ্রাফাররা।
মহানগরীতে এমন দৃশ্য দেখা খুবই স্বাভাবিক। তবে আলিয়ার কাণ্ড দেখে অবাক হয়ে যান উপস্থিত সকলে। আলিয়ার ছবি তোলার সময় এক ফোটেগ্রাফারের জুতো খুলে যায়। এক পাটি চপ্পল পড়ে থাকে আলিয়ার গাড়ির দরজার সামনে।
সেই চপ্পল দেখে আলিয়া প্রশ্ন করেন, ‘এটি কার’? তারপর নিজেই সেই চপ্পলটি হাতে তুলে ফিরিয়ে দেন সাংবাদিককে। তাঁকে তুলতে মানা করলেও তিনি হাতে নিয়ে এগিয়ে দেন। সেই ভিডিয়ো এখন নেটমাধ্যমে ভাইরাল।
আলিয়ার এই আচরণ দেখে আক্ষরিক অর্থেই মুগ্ধ হয়ে যান উপস্থিত সকলে। তাঁর মাকেও হাসতে দেখা যায় মেয়ের এই ব্যবহারে। এই ঘটনার পর তাঁকে ধন্যবাদ জানান ওই সাংবাদিক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসিমুখে প্রত্যুত্তর দিয়ে গাড়িতে উঠে যান তিনি।
তাঁর এমন অমায়িক ব্যবহারের ভিডিয়ো ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনুরাগীরা সেখানে কমেন্ট করছেন, ‘তিনি খুবই ভালো মনের মানুষ’, আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সামনেই তাঁর ছবি মুক্তি না থাকলে এরকম তিনি করতেন না’। প্রসঙ্গত, ২৮ জুলাই তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ মুক্তি পেতে চলেছে।