নিউজ ডেস্ক: গতবছরের শেষের দিক থেকে চলতি বছরের প্রথম দিক অবধি অ্যাডিনো ভাইরাসের বলি হয়েছে বহু শিশু। জেলায় জেলায় উঠেছিল সন্তান হারা মায়েদের কান্নার রোল। করোনার মহামরীর মতোই দ্রুত গতিতে ছড়িয়েছিল অ্যাডিনো ভাইরাস। সেই প্রকোপ কমলেও ফের নতুন রূপে ফিরে এসেছে এই মারণ ভাইরাস। তবে এবার ফুসফুসের বদলে চোখে আক্রমণ করেছে। চেনা পরিচিত কনজাংটিভাইটিস হলেও তা নিমেষেই মারাত্মক আকার ধারণ করছে।
বর্ষার শুরুতেই অ্যাডিনো ভাইরাসের এই নতুন স্ট্রেনের হদিশ পান ডাক্তাররা। আর এখন সেই ভাইরাসের প্রকোপ বেড়েছে অনেকটাই। ছোঁয়াচে এই রোগ শিশুদের হলেও বড়োরাও রেহাই পাচ্ছে না। চোখ জ্বালার পাশাপাশি রক্তবর্ণ ধারণ করছে চোখ। ডাক্তারদের মতে যেহেতু এটি স্পর্শের বা চোখে হাত দেওয়ার ফলে হচ্ছে তাই ফের হাত ভালো করে ধোয়ার অভ্যাস করতে হবে।
এই কনজাংটিভাইটিস অ্যাডিনোভাইরাসের নতুন স্ট্রেনের মাধ্যমে হচ্ছে তাই এর থেকে বাঁচতে বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে বলছেন ডাক্তাররা। প্রথমেই চোখে হাত দেওয়া বা চুলকানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও বারবার সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং কোভিড আক্রান্তের মতোই পাঁচ থেকে ছদিন আলাদা রাখতে হবে আক্রান্তকে। ফলে এর দ্রুত সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
কনজাংটিভাইটিস আসলে চোখের কনজাংটিভা বা বাইরের পাতলা আবরণের উপর প্রদাহ তৈরি করে। বেশির ভাগ ক্ষেত্রে তা ব্যাক্টেরিয়াজনিত কারণে হলেও এইবার অ্যাডিনোভাইরাসের নতুন স্ট্রেনের কারনে তার প্রকোপ অনেকটাই তীব্র হয়েছে। যদিও এক সপ্তাহের মধ্যে তা কমেও যাচ্ছে বলে ডাক্তারদের আশ্বাস।