নিউজ ডেস্ক: চ্যাটজিপিটি-কে টেক্কা দিতে এবার ময়দানে নামলেন এলন মাস্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মানব সভ্যতার ইতিহাসে বিপদ ডেকে আনবে তা নিয়ে বারবার সচেতন করেছেন তিনি। আর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সচেতন ভাবে কাজ করার জন্য তিনি একসময় কাজ করেছিলেন OpenAI সংস্থাটিতে স্যাম অল্টম্যানের সঙ্গে। এই সংস্থাটিই ২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি নিয়ে এসে বিশ্বদরবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক নতুন দরজা খুলে দেন। তবে চ্যাটজিপিটি আসার অনেক আগেই এই সংস্থা থেকে সরে এসেছিলেন তিনি।
কিছুদিন আগেই ওপেনএআই সংস্থাটির দুর্বল মতাদর্শ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর তাই নিজেই একটি এআই সংস্থার প্রতিষ্ঠা করলেন তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজের এই সংস্থাটির নাম এক্সএআই। যার উদ্দেশ্য এআই নিয়ে গবেষর একটি নতুন দিগন্ত মেলে ধরা।
সানফ্রানসিসকোর বে এলাকায় নতুন কোম্পানিটির হেড অফিসের ঠিকানা। গুগল, মাইক্রোসফ্ট ও ওপেনএআই-এর দক্ষ গবেষকদের নিয়ে তৈরি হয়েছে এক্সএআই -এর টিম। ট্যুইটারের পেরেন্ট কোম্পানি এক্স কর্প এর মাধ্যমেই স্বতন্ত্র ভাবে চালিত ভাবে এই নতুন সংস্থাটি।
প্রসঙ্গত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও সীমানা বোঝার জন্যেই কাজ করবে এই সংস্থা। যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মাস্ক বরাবরই মানব সভ্যতার হুমকি হিসেবেই বলে এসেছেন তাই নৈতিক অনুশীলন ও দায়িত্বশীল এআই ডেভেলপমেন্ট নিশ্চিত করতেই কাজ করবে এক্সএআই। তাবড় তাবড় গবেষকদের নিয়ে গঠিত এই দলটির নেতৃত্ব দেবেন ড্যান হেন্ড্রিক্স।
এই সংস্থার মূল লক্ষ্যই হল এআইয়ের দ্রত অগ্রগতির বিরুদ্ধে মানুষকে সচেতন করা। এই মর্মে বিশ্ব নেতাদের কাছেও একটি খোলা চিঠি পাঠিয়েছে এই সংস্থা। তাতে বলা হয়েছে এআইয়ের সঙ্গে যুক্ত সম্ভাব্য অগ্রগতিগুলি মহামারী ও পারমাণবিক যুদ্ধের সমতুল্য।