নিউজ ডেস্ক: লেকটাউন গ্রিন পার্ক সারদা পল্লীতে দমকল কর্মী স্নেহাশীষ রায়কে বৃহস্পতিবার বিকেলে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। ধৃতের নাম আফরোজ আনসারী। সে রহড়ার বাসিন্দা।অন্যদিকে আয়ুষ শর্মা নামে টিটাগড় এলাকার আরেক বাসিন্দাকে এই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, ব্যক্তিগত শত্রুতার কারণেই গুলি করে খুন করা হয় স্নেহাশীষ রায়কে। শুক্রবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বিধাননগর আদালতে তোলা হয়। এই মামলায় আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: Naushad Siddique in Bhangar: ভাঙড়ে যাওয়ার পথে পুলিশের জালে নওশাদ সিদ্দিকী!
স্থানীয় সূত্রে খবর, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার সময় ঠিক বাড়ির সামনেই ঐ দমকল কর্মীক স্নেহাশীষ রায়কে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। স্থানীয়রা উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এর আগেও ওই দমকল কর্মীর উপরে হামলা হয়েছিল দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে। তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। সেইবার তিনি অল্পের জন্য রক্ষা পান।
লেকটাউন গ্রিন পার্কের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ সূত্রে খবর, মৃত অস্থায়ী দমকল কর্মী সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত ছিল।