নিউজ ডেস্ক: ভোট
আসে ভোট যায়। জনপ্রতিনিধিকে জানিয়েও কাজ হয়না। এবার যদি কাজ হয় তা ভেবে দক্ষিণ ২৪
পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকার
গ্রামবাসীরা জলের তলিয়ে যাওয়া রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন।
ইতিমধ্যে পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। শাসক দল আবারও
এককভাবে দখল করেছে কৌতলা গ্রাম পঞ্চায়েত। ওই গ্রাম পঞ্চায়েতে বর্ষাকালে এক হাঁটু
জল ঠেলে পার হতে হয় সকলকে। শুক্রবার রাস্তা তৈরির দাবিতে জলে নেমে বিক্ষোভ
দেখালেন এলাকার মহিলারা। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা খোঁজ নেন কেন গ্রামবাসীরা
বিক্ষোভ দেখাচ্ছে।
Naushad Siddique in Bhangar: ভাঙড়ে যাওয়ার পথে পুলিশের জালে নওশাদ সিদ্দিকী!
এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন। জানা
যায় দীর্ঘ কয়েক বছর যাবত ওই এলাকায় প্রায় ১৫ থেকে ২০ টি ঘর তৈরি হয়েছে। তাদের
রাস্তার প্রয়োজন কিন্তু সরকারি রাস্তা না থাকার কারণে বারবার চেষ্টা করেও এই
রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। এমনকি এই রাস্তাটি যার জায়গার উপর দিয়ে রয়েছে
তিনি মামলা করেছেন। বিধায়ক জানান, শীঘ্রই
এই রাস্তা তৈরির সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক
মহলে যোগাযোগও করছেন। উভয়পক্ষকে ডেকে সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন।