নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুর ১ নম্বর ব্লকের
বেলাড়ী অঞ্চলের বেতবেড়িয়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্যাপক বোমাবাজি এবং বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ
জানিয়েছে।
মূলত নতুন ও পুরাতন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে উত্তপ্ত
হয়ে ওঠে গোটা এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে রাতে নতুন ও পুরাতন দুই গোষ্ঠীর দুই
নেতা শেখ মইদুল ও শেখ বক্তিয়ারের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। এলাকার
মানুষ কিছু বুঝে ওঠার আগেই বোমাবাজি ও ইট বৃষ্টি শুরু হয়ে যায় দু–পক্ষের। চলে বাড়ি ভাঙচুর, ছোঁড়া হয় অ্যাসিড বোতল।
আরও পড়ুন: West Bengal News: ভোট হয়েছে রাস্তা হয়নি, জলে দাঁড়িয়ে প্রতিবাদ গ্রামবাসীদের
পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে উলুবেড়িয়ার এসডিপিও’র নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ।চলে গভীর রাত পর্যন্ত ধড়পাকড়।ঘটনায়
ইতিমধ্যে ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। এলাকা থমথমে। পুলিশ মোতায়ন করা হয়েছে।বিজেপির তরফ থেকে জানানো হয়েছে
রাজ্যের অন্যান্য ঘটনার মতোই এখানেও তৃণমূল আক্রান্ত হওয়ার পেছনে তৃণমূল দায়ী।
তৃণমূল মুখপাত্ররা যতই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বিজেপিকে দায়ী করুক না
কেন আসল ঘটনা সবক্ষেত্রেই প্রকাশ্যে চলে আসছে।