নিউজ ডেস্ক: পঞ্চায়েত ও সমিতি দুটি স্তরেই পুরুলিয়া জেলায় প্রায় ৫০টি
করে আসন কমে গিয়েছে বিজেপির। ‘গেরুয়া গড়‘
পুরুলিয়ায় ধস নেমেছে বিজেপিতে। অথচ এই জেলায় ওই দলের
একজন সাংসদ ও ৬ জন বিধায়ক রয়েছেন।
কিন্তু এই খারাপ ফলকে গেরুয়া শিবির নিজেদের ব্যর্থতা বলতে নারাজ। তাই বুথ থেকে মণ্ডল স্তরে কোন রিপোর্ট চাওয়া হচ্ছে না। গণনায় কারচুপি হয়েছে
এই বিষয়টি সামনে রেখেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করবে পুরুলিয়া জেলা বিজেপি।
লোকসভা নির্বাচনে এই স্ট্র্যাটেজি নিয়েই তারা নির্বাচনে যাবে বলে সুত্রের খবর।
কারণ গেরুয়া শিবিরের কাছে লোকসভা অন্যতম বড় লক্ষ্য।
পুরুলিয়া জেলা বিজেপি
সূত্রে জানা গিয়েছে, বিজেপির ফল খারাপ হয়েছে
এই বিষয়টি বিজেপি নেতৃত্ব মানতে রাজি নয়। যাতে কর্মীদের মনোবলে কোন ভাবে চিড় না
ধরে। নিজেদের ব্যর্থতাকে প্রশাসনের কারসাজি বলে সরকার বিরোধী প্রচার তুলে নিজেদের
ভোট ব্যাংককে এইভাবে মজবুত করার কৌশল নিয়েছে তারা। ভোটের ফলাফল বলছে,
২০১৮ সালের গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৫০০-র বেশি আসনে জয়লাভ
করেছিল। এবার সেই জায়গায় কমে দাঁড়িয়েছে ৪৫৫। একইভাবে সমিতিতে গত পঞ্চায়েত
নির্বাচনে বিজেপি জিতেছিল ১০৫টি আসনে। এবার তা কমে হয়েছে ৫৫। জেলা পরিষদে তারা ন’টি আসন পেয়েছিল। এবার কমে হয়েছে মাত্র দুটি।
আরও পড়ুন: West Bengal News: ভোট হয়েছে রাস্তা হয়নি, জলে দাঁড়িয়ে প্রতিবাদ গ্রামবাসীদের
প্রায় ৫০টি গ্রাম পঞ্চায়েত এককভাবে দখল করেছিল ফলাফলের নিরিখে। যদিও পরবর্তীকালে
দলবদলে দখলে থাকা বেশ কয়েকটি পঞ্চায়েত ছিনিয়ে নিয়ে শাসক দল বোর্ড গঠন করে। একইভাবে ফলাফলের নিরিখে এই জেলায় বিজেপি ন‘টি পঞ্চায়েত সমিতি দখল করেছিল।কিন্তু একই কারণে বোর্ড গঠনে
সেই সংখ্যাটা বদলে যায়। জেলা পরিষদে আসন সংখ্যা তারা ন‘টি পেলেও একাধিক বিজেপির জয়ী সদস্য তৃণমূলে চলে যান। তবে বিজেপির জেলা সভাপতি
বিবেক রাঙ্গা বলেন, “এবারের পঞ্চায়েত
নির্বাচনে আমাদের কোথাও কোন ফল খারাপ হয়নি। প্রশাসনের কারসাজিতে আমাদের হারতে
হয়েছে। এখানে আমাদের কোনো ব্যর্থতা নেই। তাই প্রশাসনের এই কারসাজির বিষয়টিকে
সামনে রেখেই আমরা মানুষের কাছে লোকসভা ভোটের জন্য যাব। তখন ভোট কিন্তু একেবারে
নিরপেক্ষ হবে। সেই সময়ই আমাদের ফলাফলটা বোঝা যাবে। তখনই পরিষ্কার হয়ে
যাবে এই জেলা আক্ষরিক অর্থেই ‘গেরুয়া গড়‘। গত লোকসভা নির্বাচনে
পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল ২ লাখেরও বেশি ভোটে। বিধানসভায় ন‘টি কেন্দ্রের মধ্যে ছ‘টি কেন্দ্রে জয়লাভ করে বিজেপি।