নিউজ ডেস্ক: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি ন্যাড়া হয়ে মানত করেছিলেন মমতাকে হারিয়েই মাথা চুল গজাতে দেবেন। তার উল্টো ছবি নদিয়ায়। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপি পঞ্চায়েত দখল করেছে এই আনন্দে মাথা ন্যাড়া করে উৎসবে মাতলেন গ্রামবাসীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ১৮ টি আসন বিশিষ্ট ভাজন ঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত।
দীর্ঘ ১৫ বছর এই পঞ্চায়েত নিজেদের দখলে রেখেছে শাসক দল। সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে ১২ টি তে জয় লাভ করেছে বিজেপি। টিএমসি পেয়েছে ৬টি আসন। ১৫ বছরের ঘাসফুল দুর্গে ধস নামিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি।
আরও পড়ুন: পঞ্চায়েত ও সমিতি উভয়েই হাফসেঞ্চুরি! আসন হাতছাড়া বিজেপির- ছাপ্পা ভোটেই হার, দাবি নেতৃত্বের
তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত মুক্ত হওয়ার আনন্দে বৃহস্পতিবার ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন এলাকার স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, দীর্ঘ এতগুলো বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কোনো কাজ করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। যার কারনে এত বছর পর শাসকদলের হাড়ের মধ্যে দিয়ে বিজেপির উত্থান ঘটিয়ে কার্যত পাপ মুক্ত হলো পঞ্চায়েত। মূলত এই দাবিতে এই দিন ১৫ বছরের দুঃসময় কাটিয়ে প্রায়শ্চিত্ত করার লক্ষ্যে মাথা ন্যাড়া করে পঞ্চায়েত ভবনের সামনে আনন্দ উৎসবে মাততেন এলাকাবাসীরা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
শুধু নদীয়া নয় মহিষাদলেও একই দৃশ্য। মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের চক মাশুড়িয়া গ্রামে বিজেপি সমর্থক দীপক দাস মাথা কামালেন তৃণমূলের হারানোর আনন্দে মানত হিসেবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু আসনে দখল নেয় বিজেপি। মহিষাদল ব্লকে লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েত গত ১৫ বছর ধরে তৃণমূল দখল করে রেখেছে। টানা পর পর জয়লাভ করায় এলাকায় সেইভাবে উন্নয়ন হয়নি,মেলেনি সরকারি পরিষেবা। তাই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় বিজেপি সমর্থক দীপক দাস মানত করেছিলেন চক মাশুড়িয়া গ্রামে বিজেপি জয়লাভ করলে গ্রাম্য মন্দিরের সামনে মাথার চুল ফেলে মায়ের কাছে পুজো দেবেন। সেই মতো দেখা গেলো মাথার চুল ফেলে মায়ের কাছে পুজো দিয়ে বিজয় উল্লাসে মাতলেন দীপকবাবু সহ এলাকার মানুষ।
মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬ টি। তার মধ্যে চক মাশুড়িয়া গ্রামের সহ মোট ৮ টি আসনে জয়লাভ করে বিজেপি। ৮ আসনে জয়লাভ করে তৃণমূল। চক মাশুড়িয়া গ্রামে বিজেপি জয়লাভ করায় এবং মহিষাদল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও সমিতিতে বিজেপি জয়লাভ করে।