নিউজ ডেস্ক: ভোটে কারচুপি করে জেতার অভিযোগে এনে বিক্ষোভ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। অবরোধ তুলতে এলে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার আকাইপুর স্টেশন সংলগ্ন সড়কের উপর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তিন জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এদিন বিকালে আকাইপুর বাজারে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, দেবদাস মণ্ডল সহ একাধিক বিজেপি নেতারা।
আরও পড়ুন: BJP: বিজেপি জেতায় জেলায় জেলায় ন্যাড়া হওয়ার হিড়িক
অভিযোগ নেতারা ফিরে যেতেই উত্তেজিত হয়ে পড়ে বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধ করে তারা। অভিযোগ অবরোধ তুলতে গেলে সে সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এরপরই এলাকায় চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এরপরেই বিশাল পুলিশ বাহিনী এসে এলাকায় টহল দেয়।