নিউজ ডেস্ক: ফের একবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে দুপুরে শুনানি হওয়ার কথা ছিল এই বিষয়ে। কিন্তু শেষ মুহূর্তে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি মিত্তলের বেঞ্চ জানায় যে, নিষ্পত্তির সম্ভাবনা থাকায় আজ শুনানি সম্ভব নয় এই মামলায়। তাঁদের বক্তব্য, যে সব মামলা নিষ্পত্তির সম্ভাবনা থাকে, সেই মামলাগুলিতে শুনানিতে অনেকক্ষণ সময় ব্যয় হয়। আর মামলার চাপ থাকায় সোম আর শুক্রবার দিন এইরকম মামলার শুনানি সুপ্রিম কোর্ট করে না। সূত্রের খবর, ফের এই মামলার শুনানি হতে পারে অক্টোবর কিংবা নভেম্বর মাসে।
উল্লেখ্য, ২০২২-এর মে মাসে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়ে ৩১% ডিএ দেওয়ার জন্য নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ সরকারকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকার। সরকারের বক্তব্য ছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দিতে গেলে প্রায় ৪২০০০ কোটি টাকার খরচ হবে, যা এই মুহূর্তে বহন করা দুঃসাধ্য।
এর আগে ডিএ মামলার শুনানির দিন সর্বোচ্চ আদালতে উঠেছিল ২৮ এপ্রিল। আশা করা হয়েছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে ওঠা মামলাটির শুনানি হয়ে যাবে সেদিনই। কিন্তু শুনানি শুরু হতেই সরকারি পক্ষ জানায় তাঁদের উকিল অভিষেক মনু সিংভি অনুপস্থিত রয়েছেন। এরপরই খানিকক্ষণের জন্য চাওয়া হয় পাশওভার। তবে সেবারও একাধিক মামলার চাপ থাকায় বিচারপতিরা সেদিন মামলা স্থগিদ রেখে আজ ১৪ জুলাই ফের শুনানির সিদ্ধান্ত নিয়েছিলেন।