নিউজ ডেস্ক: যশরাজ ফিল্মের স্পাইভার্স নিয়ে দর্শকদের কৌতুহলের সীমা নেই। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছে শাহরুখ খান। শাহরুখ অভিনীত পাঠান বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। এর পরেই আসতে চলেছে এই স্পাইভার্সের অন্যতম ছবি সলমন খানের টাইগার ৩। তবে এইবার স্পাইভার্সে বড় চমক দিতে চলেছে যশরাজ ফিল্মস। বলিপাড়ায় বিভিন্ন কানাঘুষোতে শোনা যাচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজিতে স্বতন্ত্র ভাবে একজন অভিনেত্রীকে নিয়ে গুপ্তচর রূপে সিনেমা বানাতে চলেছে।
পরপর ছবিগুলিতে একছত্র ভাবে পাঠান, টাইগার আর ওয়ারের রাজত্ব চললেও এবার প্রথম বার মহিলা গুপ্তচর নিয়ে কাজ করবে যশরাজ ফিল্মস। এই অভিনেত্রী আর কেউ নন, আলিয়া ভাট। গতবছরেই গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতে গাঙ্গুবাঈয়ের চরিত্রে তাক লাগিয়েছিলেন তিনি। হলিউডেও অভিষেক হতে চলেছে খুব তাড়াতাড়ি। সামনেই তাঁর প্রথম হলিউড ছবি হার্ট অফ স্টোনও আসতে চলেছে। তার মধ্য়েই প্রকাশ্যে এসেছে এই খবর।
ধীরে ধীরে অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন আলিয়া। তাই এবার স্পাইভার্সের পরিধি বাড়াতে আলিয়াকে এক দক্ষ মহিলা গুপ্তচরের ভূমিকায় চিন্তা করেছে নির্মাতারা। যদিও গুপ্তচরের ভূমিকায় আলিয়ার অভিনয় এই প্রথম নয়। এর আগে মেঘনা গুলজার পরিচালিত রাজি ছবিতে তাঁকে ভারতীয় গুপ্তচর শেহমত খানের চরিত্রে দেখ গিয়েছিল। যদিও সেই গুপ্তচর ও অ্যাকশন হিরোইন গুপ্তচর বা সুপার উওম্যান হিসেবে চরিত্রে বিস্তর ফারাক থাকবে তা বলাই বাহুল্য।
টাইগার, পাঠান ও ওয়ার এর ফ্র্যাঞ্চাইজিতে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন ও বানী কপূরকে দেখা গিয়েছিল। যদিও তাঁরা মুখ্য চরিত্রে ছিলেন না। আলিয়াই প্রথম যিনি এই স্পাইভার্সে মুখ্য চরিত্রে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। তাঁর জাঁকজমকপূর্ণ অবতার দর্শকদের ভালো লাগবে বলেই আশাবাদী যশরাজ ফিল্মস।