নিউজ ডেস্ক: ধনেখালিতে পুনর্নিবাচনের দাবি করলেন সাংসদ লকেট
চট্টোপাধ্যায়। তাঁর দাবি কেন্দ্রীয় বাহিনী মতায়েন করে পুনর্নিবাচন করতে হবে।
এবারের ফলাফল মানতে নারাজ হুগলির সাংসদ।
তাঁর দাবি গণনার দিন
ব্যাপক গন্ডগোল হয়েছিল। খবর পেয়ে সেদিন সেখানে পৌঁছন সাংসদ। শুক্রবার একই দাবি
করেন তিনি। তার দাবি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুনর্নির্বাচন করতে হবে। সকাল
থেকে গণনার দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের এগিয়ে থাকার খবর ছিল। কিন্তু
বিকেলের দিকে শাসকদলের দুষ্কৃতীরা এসে বিজেপির এজেন্টদের বের করে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন: DA Case: ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলা, কবে হতে পারে পরবর্তী শুনানি?
তাঁর আরও অভিযোগ শাসক
দলের এজেন্টদের হাতে গণনা কেন্দ্রের ভেতর মোবাইল ফোন ও অস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল। অথচ বিজেপি প্রার্থীদের এজেন্টদের একটা
পেন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি জেলা পরিষদের মহিলা এক প্রার্থীকে চুলের মুটি
ধরে বের করে দেওয়া হয়। তাণ্ডব চলাকালীন
কেন্দ্রীয় বাহিনী বাইরে ছিল বলে অভিযোগ। ভেতরে ছিল রাজ্য
পুলিশ। রাজ্য পুলিশ কেন্দ্র বাহিনীকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেয়নি বলে
অভিযোগ।লকেট যখন ঘটনাস্থলে পৌঁছন তখন তার গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল
আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি তাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ।