নিউজ ডেস্ক: হলিউডে চিত্রনাট্যকারদের ধর্মঘট চলছিলই। এর মাঝেই সেই ধর্মঘটের আগুনে ঘি ঢালল অভিনেতাদের সংগঠন। ২ মে থেকে চলা এই ধর্মঘটে নিজেদের দাবিদাওয়া যোগ করলেন হলিউডের ছোট ও বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। ‘দ্য স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড’ সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনে সামিল হওয়ার কথা জানায়। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই ধর্মঘট শুরু করেন তাঁরা।
মূলত ন্যায্য বেতন, উন্নত ও সুষ্ঠু কাজের পরিবেশের দাবিতে বহুদিন ধরেই সোচ্চার ছিলেন চিত্রনাট্যকার ও অভিনেতা-অভিনেত্রীরা। বেতনেরও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তাঁরা। আর এখন সেই সকল দাবি নিয়েই বৃহৎ প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনায় বসতে চান এই সংগঠনটি।
এছাড়াও শিল্প জগতে যথেচ্ছ ভাবে ‘এআই’ ব্যবহারে লাগাম টানতে চাইছে ‘দ্য স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড’। হলিউডের প্রায় ষাট হাজার অভিনেতা-অভিনেত্রীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যদিও তাঁদের এই দাবিদাওয়া নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছিল প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে কিন্তু তাতে লাভ না হওয়ায় শেষ পর্যন্ত কর্মবিরতির ডাক দেন তাঁরা। মনে করা হচ্ছে গত ৪০ বছরে এটি সবচেয়ে বড় কর্মবিরতির ডাক হলিউডে।
এই ধর্মঘটের ডাক দেওয়ার সময়ে লন্ডনে ওপেনহাইমার ছবির প্রচারে গিয়েছিলেন কিলিয়ান মর্ফি ও এমিলি ব্লান্ট। ধর্মঘটের ঘোষনা হওয়ার পরেই এর সমর্থনে প্রচার থামিয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যান তাঁরা। এই তারকাদের সমর্থনকে ইতিবাচক চোখেই দেখছেন সংগঠনটি।