নিউজ ডেস্ক: আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় নৌসেনা। অবশেষে ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান কেনার বিষয়ে মিলেছে প্রতিরক্ষা দফতরের সবুজ সংকেত। যারমধ্যে ২২টি রাফাল মেরিন এয়ারক্রাফট এবং ৪টি টুইন-সিটার প্রশিক্ষণ যুদ্ধবিমান। সেইসঙ্গে তিনটি স্কপিন ক্লাস সাবমেরিনও কেনা হবে ফ্রান্স থেকে। দু’দেশের মধ্যে মোট ৯০ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হবে বলেই খবর।
সূত্রের খবর, বহুদিন ধরে যুদ্ধবিমান এবং সাবমেরিনের অভাব তৈরি হয়েছিল ভারতীয় নৌসেনায়। বিষয়টি নিয়ে জানান হয় প্রতিরক্ষা দফতরকে। ফ্রান্স সফরে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সফরকালে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই।
যদিও ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের অনুমোদন ছিল না। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং’র নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং ভারতের তিন বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে ফ্রান্সের সঙ্গে ফের যুদ্ধবিমান কেনায় মিলেছে সকলের সম্মতি। এর আগেও ফরাসি রাফালে যুদ্ধবিমান ঘরে তুলেছে ভারত। তবে তা ছিল বায়ুসেনার জন্য। এবার নৌসেনার জন্য দ্যাঁসো এভিয়েশনের (Dassault Aviation) কাছ থেকে ফের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনতে চলেছে ভারত।
দেশে আসার পর আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে ব্যবহার করা হবে রাফালে যুদ্ধবিমানগুলি। বর্তমানে এই দুই যুদ্ধজাহাজে মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। তবে নৌসেনাকে অত্যাধুনিক করার জন্য যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত বলেই মত বিশেষজ্ঞ মহলের।