নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের পরেও ভোট হিংসায় মৃত্যু অব্যাহত। মারা গেলেন ডায়মন্ড হারবারের কেওড়াডাঙ্গা অঞ্চল বিষ্ণুপুর ১ ব্লকের ২০৯ নং বুথের প্রার্থী ভোলানাথ মণ্ডল। শুক্রবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অভিযোগ ২২ জুন রাতে তৃণমূলের হার্মাদ বাহিনীর দ্বারা আক্রান্ত হন। মাথায় এবং পায়ে গুরুতর চোট পান বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডল। সেই চোটের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দাবী বিজেপির। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল শুক্রবার ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভোলানাথ মণ্ডলকে শেষ শ্রদ্ধা জানাতে যান।