নিউজ ডেস্ক: গোটা বিশ্বকে সাক্ষী রেখে উৎক্ষেপণ সফল হলো ‘চন্দ্রযান-৩’-এর। বাহুবলী LVM-3 সঠিকভাবে পালন করল তার কর্তব্য। সূত্রের খবর, ইসরোর নির্ধারিত ১৬ মিনিটের আগেই পৃথিবীর বাইরের কক্ষপথে পাড়ি জমিয়েছে চন্দ্রযান। ক্রায়োজনিক ইঞ্জিন কাজ শুরু করার পর রকেটের গতিবেগ হয়েছে ঘণ্টায় প্রায় ৩৭০০০ কিলোমিটার। চাঁদের কক্ষপথের দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে চন্দ্রযান।
সফল উৎক্ষেপণের পর থেকে দেশ-বিদেশ থেকে আগত শুভেচ্ছাবার্তার বন্যায় ভেসে যাচ্ছে ISRO। ফ্রান্স সফর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ‘চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ-বিজ্ঞানে একটি নতুন অধ্যায় রচনা করছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার ফসল। এই গুরুত্বপূর্ণ কীর্তি আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাঁদের এই নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি।’
Tags: NULL