নিউজ ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রিতে পরপর সাতটি ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। ‘পাইলট’ থেকে শুরু করে সম্প্রতি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এ সত্যবতীর ভূমিকাতেও দেবের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এবার যেন অন্য পথের নেশায় জুটি ভাঙলেন রুক্মিণী। দেবকে ছেড়ে এবার জিতের পাশে, শুরু হল নতুন পথচলা। আর তাই নিয়েই শুক্রবার রাত থেকেই সমাজমাধ্যমে উত্তেজনার পারদ তুঙ্গে নেটিজেনদের মধ্যে।
দেবের সঙ্গে জুটির চেনাছক পেরিয়ে এবার নতুন জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী মৈত্র। জিতের সঙ্গে নতুন ছবি ‘বুমেরাং’-এ অভিনয় করছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই ছবি নিয়ে চর্চা চলছিল। সম্প্রতি এই ছবির শুভ মহরত হয়ে গেল আর সমাজমাধ্যমে সেই খবর জানালেন জিত নিজেই। ১৪ জুলাই ছবির মহরতের অনুষ্ঠানে ক্ল্যাপস্টিক হাতে জিতের পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হলেন রুক্মিণী মৈত্র। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে জিত লেখেন, ‘আজ শুভ মহরত। খুব তাড়াতাড়িই শুটিং শুরু হবে।’
আরও পড়ুন: Mouni Roy: বিমানবন্দরে ক্যামেরাবন্দি মৌনি, তবু কেন বিমানে ওঠা হল না?
জানা গিয়েছে এই ছবিতে জিত-রুক্মিণী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায়কে। ১৪ জুলাই দিনটা এমনিতেই রুক্মিণী মৈত্রের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ একদিকে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর টিজার মুক্তি পেল আর অন্যদিকে দেবের সঙ্গে জুটি ভেঙে নতুন ছবির কাজের ঘোষণা। সমাজমাধ্যমে নেটিজেনরা অনেকেই নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন আবার অনেকে বলেছেন যে দেব মনে হয় এই প্রথম রুক্মিণীকে ছাড় দিল। তবে ঠিক কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে তা এখনও জানা যায়নি।