নিউজ ডেস্ক: ফ্রান্সের বিখ্যাত বাস্তিল দিবসে যোগ দিতে এই মূহুর্তে সে দেশের রাজধানী প্যারিসে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেছেন একাধিক নামি-দামি ব্যক্তিদের সঙ্গে। তবে এই বার ভারতের পোশাক শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে ফরাসি ফ্যাশন সংস্থার সিইও-এর সঙ্গে কথা বললেন তিনি।
বিশ্বের ফ্যাশন দুনিয়ায় অন্যতম নামি ব্র্যান্ড শ্যানেল। ফরাসি এই ব্র্যান্ডটির নামডাক বিশেষত তাঁদের ডিজাইন করা পোশাক, জুতো, ব্যাগ ও পারফিউমকে কেন্দ্র করেই। আর বিশ্বে প্রথম সারির এই লাক্সারি ব্র্যান্ডটির গ্লোবাল সিইও পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লীনা নায়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল দেখা করেন লীনা নায়ার। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় দেশীয় শিল্প ও কারুকার্য নিয়ে।
ভারতীয় শিল্প ও পোশাকের মধ্যে অন্যতম কাপড় খাদির। সেই খাদিকেই কীভাবে বিশ্ব দরবারে কীভাবে আরো জনপ্রিয় করা যায় তা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্য়ে। এছাড়াও, দেশীয় শিল্পকলা চিকনকারিকে কীভাবে বিশ্বের সামনে পরিচয় ও প্রসিদ্ধ করা যায় তা নিয়েও আলোচনা করেন তাঁরা।
শ্যানেলের সিইও লীনা নায়ারের সঙ্গে সেই বৈঠকের ছবি নিজের ট্যুইটারে পোস্ট করেন নরেন্দ্র মোদী। ক্যাপশনে লিখেছেন, ‘গোটা বিশ্বের আঙিনায় ছাপ ফেলে দেওয়া কোনো ভারতীয় বংশোদ্ভূতের সঙ্গে দেখা করা সবসময়ই পরম তৃপ্তির’। অন্যদিকে শ্যানেল সিইও নিজেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত হয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া গর্বের বিষয়। তিনি শুধু আমার প্রশংসাই করেননি বরং অন্য মহিলাদের নিয়ে যেন এভাবেই কাজ করে যাই সেকথাও বলেছেন’।
তিনি আরো জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় শিল্পকলাকে ও ভারতীয় মহিলা শিল্পীদের হাতের কাজকে বিশ্বের সামনে তুলে ধরার উদ্যোগ করেছেন। ভারতকে গোটা বিশ্বের সামনে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতেও সচেষ্ট তিনি।