নিউজ ডেস্ক: জুন মাসের ২৫ তারিখে শুরু হয়েছিল যাত্রা। এক মাসেরও বেশি সময়ব্যাপী এই অভিযানে সামিল হয়েছিল কলকাতা ও মফস্বল অঞ্চলের অনেক তরুণ অভিযাত্রী। ইন্দো-বাংলাদেশ যৌথ উদ্যোগে এই প্রথম পৃথিবীর ছাদে পাড়ি দেওয়ার অভিযান শুরু হল। আর তাতেই জয়ের নিশান ওড়ালেন পাঁচ বাঙালি। বলা ভালো প্রথম ভারতীয় হিসেবে তারাই জয় করে এলেন পামীর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ লেনিন।
পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে কারণ এটিই পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। আর মধ্য এশিয়ার সেই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ (৭১৩৪ মিটার) লেনিনে পা রাখল বাঙালি পঞ্চপাণ্ডব। গত মাসে কিরঘিজস্তানের মাটিতে পা রেখেছিলেন দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল, কিরণ পাত্র এবং অভিজিৎ রায়। উল্লেখ্য এর মধ্যে কিরণ পাত্রের বয়স পঞ্চাশের উপর। জানা গিয়েছে মঙ্গলবার লেনিনের বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করেন তারা। আর তাদেরই একজন ক্যাম্প ৩ থেকে সফলভাবে লেনিন শৃঙ্গ জয় করে এসেছেন। যদিও আয়োজক সংস্থার পক্ষ থেকে এখনও তার সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন: India France: ফরাসি যুদ্ধবিমান রাফালে কেনায় সবুজ সংকেত প্রতিরক্ষা দফতরের
প্রসঙ্গত উল্লেখ্য ইন্দো-বাংলাদেশের এই যৌথ উদ্যোগে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা ছিল বাবর আলি এবং তনবির আহমেদের। কিন্তু ভিসা বাতিলের কারণে তাদের এই অভিযানে যোগ দেওয়া হল না। তবে মান রাখলেন ভারতের পাঁচ বাঙালি। একে একে জয় করলেন পামীরের উচিটেল শৃঙ্গ, ভিল্কসম শৃঙ্গ, রাজডেলনায়া ইত্যাদিও। বেস ক্যাম্পে ফিরছেন সকলেই, জানা গিয়েছে সকলেই সুস্থ রয়েছেন।