নিউজ ডেস্ক: রক্তস্নাত বাংলার পঞ্চায়েত নির্বাচন। সন্ত্রাসের কবলে প্রাণ হারিয়েছেন দলের একাধিক নেতা-কর্মী। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য বিজেপি নেতৃত্ব। অবশেষে পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই আসবেন তিনি। কথা বলবেন মৃত কর্মীদের পরিবারের সঙ্গে। তবে এখানেই শেষ নয়। আগামী লোকসভা নির্বাচনে দলের রূপরেখা বাতলে দিতেও শাহের এই সফর। সূত্রের খবর, সফরে এসে উত্তরবঙ্গ এবং কলকাতায় বৈঠক করবেন তিনি। আলোচনা করবেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে।
উল্লেখ্য, শুক্রবারই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফল নিয়ে বাংলায় ট্যুইট করেছেন শাহ। লিখেছেন, ‘রক্তক্ষয়ী সন্ত্রাস’কে উপেক্ষা করে বাংলায় আগের থেকে অনেক ভালো ফল করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্ব হাজার চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি বলে জানিয়েছেন। আর তার জন্যে বাংলার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লিখেছেন, ‘আগের নির্বাচনের তুলনায় বিজেপির আসন সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, যার থেকে প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে’।
সেইসঙ্গে, ২৪’এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল ভালো হবে বলে আশাবাদী শাহ। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।” আবার ‘প্রতিকূল পরিস্থিতিতে দলের সাথে অটল’ থাকার জন্যে সকলকে কৃতজ্ঞতাও জানিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতা।
প্রসঙ্গত, বাংলায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তত ৫৪ জনের। কাঠগোড়ায় রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। বিজেপির উদ্বেগ, পরিস্থিতি এখনই সামাল দেওয়া না হলে আসন্ন ২৪’এর লোকসভা নির্বাচনে এই সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে শাহের বাংলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।