নিউজ ডেস্ক: এখনও এক মাসও পূর্ণ হয় নি মোদীর আমেরিকা সফরের। এরই মধ্যে ভারতের পক্ষে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার সংসদে এবার সকল সদস্যের সম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করা হলো, যেখানে অরুণাচল প্রদেশকে ভারতের অভিন্ন অঙ্গ বলে স্বীকার করে নেওয়া হয়েছে। আমেরিকার এই পদক্ষেপ নিশ্চিতভাবে ভারতের বড় এক কূটনৈতিক জয় হিসেবে দেখছেন কূটনীতিবিদেরা।
উল্লেখ্য, বাইডেন-সরকারের এমন পদক্ষেপের কারণে সরকারিভাবে অরুণাচলকে ভারতেরই অবিচ্ছিন্ন অঙ্গ রূপে মেনে নেওয়া হলো আমেরিকার তরফে। এর ফলে চাপে পড়ল চিন। কারণ, অরুণাচল প্রদেশকে বরাবর নিজেদের অঙ্গ বলে দাবি করে এসেছে শি জিংপিং সরকার। একাধিকবার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে অশান্তি পাকানোর চেষ্টাও করা হয়েছে চিনা-সেনার পক্ষ থেকে। এমনকি অরুণাচলের বেশ কিছু এলাকার নাম পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করেছিল চিন, যার প্রবল বিরোধিতা করেছিল ভারত। আমেরিকার এই পদক্ষেপের ফলে সীমানা-বিতর্কে চিনের বিরুদ্ধে ভারত যে এবার আরও কঠোর অবস্থান গ্রহণ করতে পারবে তা বলা বাহুল্য।
উল্লেখ্য, সম্প্রতি চিনকে জবাব দিতে এবারের জি-২০ বৈঠক অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত করে ভারত। যদিও বৈঠকে নিজের প্রতিনিধি পাঠায় নি চিন। এমন কি বিষয়টি কোনওরকমে এড়িয়েও গিয়েছিল জিংপিং সরকার। ধারনা করা হচ্ছে, এবার অরুণাচল প্রদেশকে নিয়ে কোনওরকম উস্কানিমূলক পদক্ষেপ নিতে গিয়ে ৫ বার ভাববেন জিংপিং।