নিউজ ডেস্ক: সবুজায়নের পথে হাঁটবে কলকাতা কর্পোরেশন। হুগলির নদীর ধারে লাগানো হবে হাজার হাজার গাছ। পুরো শহর জুড়েই এই সবুজায়নের ভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
ভারতের বৃহত্তম মেট্রো শহরগুলিতে খোলা মাঠ, গাছপালা ও সবুজের অভাব ধীরে ধীরে বাড়ছে। যেটুকু সবুজের সমারোহ ছিল তাও প্রতিবছর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাচ্ছে। ফলে সেই শূন্যস্থান পূ্র্ণ করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার বলেন, পৌরসভা ইতিমধ্যেই নগর সবুজায়নের কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে গাছ লাগানোয় জোর দিচ্ছে পৌরসভা।
নদীর ধারে গাছ লাগানোর এই পরিকল্পনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কথা বলেছে কলকাতা পুরসভা। মূলত তাঁদেরকেই এই দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। হুগলি নদীর তীরে মূলত দেবদারু গাছ লাগানো হবে। পার্ক, রাস্তার ধারে ও অন্যান্য বাগানে ফলের গাছ লাগানো হবে।
তিনি আরো বলেন পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্কুল ও অন্যান্য সংগঠনগুলির সঙ্গেও কথা বলা হয়েছে যাতে তারা নিজেদের এলাকায় নিজেদের উদ্যোগে গাছ লাগায়। শহরের বায়ুদূষণ রোধে এই গাছ লাগানোর পরিকল্পনা ইতিবাচক ছাপ ফেলবে বলেই আশাবাদী মেয়র ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে হওয়া আমফান ঝড়ে কলকাতা শহরে প্রায় ২০ হাজার গাছ উপড়ে যায়। তাই এবার ৫০ হাজার গাছ লাগিয়ে সেই শূন্যস্থানই পূরণ করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।