নিউজ ডেস্ক: বাঙালির চিরপরিচিত ব্যোমকেশের চরিত্রে অভিনয়ে এবার উত্তম কুমার, আবীর, যীশু, অনির্বাণের পাশে নাম যোগ হতে চলেছে দেবের। ১৪ জুলাই মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটির টিজার। চলতি মাসের শুরুতেই ব্যোমকেশ রূপে দেবের পোস্টার রিলিজ হতেই তা চর্চার তালিকায় নাম তুলে ফেলেছিল নিমেষেই। এইবার ফের চর্চায় এই ছবির টিজার।
আগামী ১১ আগস্ট এই ছবি মুক্তি পেতে চলেছে। টিজারে বেশ ভালো সাড়া মিললেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। দেবের লুকের পাশাপাশি নজর কেড়েছে ছবির একটি সংলাপ। ‘আমি নেতাও নই, অভিনেতাও নই। চিনলেন কীভাবে?’ ব্যোমকেশ চরিত্রে এই সংলাপ যে সমালোচকদের চপেটাঘাত করার উদ্দেশ্যেই বলা তেমনটাই মনে করছে দেব অনুরাগীরা।
যদিও অজিতকে কটাক্ষ করতেও ছাড়েননি কিছু নেটিজেন। সবমিলিয়ে বিরসা দাসগুপ্ত পরিচালিত এই ছবি এখন সিনে আলোচনায় মুখ্য হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। টিজার মুক্তির পরেই ফেসবুক লাইভে আসেন তিনি। ফ্যানদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করেন তিনি। সেখনেই একাধিক প্রশ্নের উত্তর দেন দেব। এই চরিত্র করার জন্য কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল সেই বিষয়ে দেব বলেন, ‘অনেক ছবিই হয়তো চ্যালেঞ্জিং নয় কিন্তু ব্যবসার খাতিরে করতে হয়। কিন্তু ব্য়ক্তিগত ভাবে আমি চ্যালেঞ্জিং ছবি করতে ভালোবাসি।’ এছাড়াও তিনি বলেন সমালোচকদের তিনি বেশ পছন্দই করেন।
চলতি বছরে এই একই গল্প অবলম্বনে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জী পরিচালিত আরেকটি ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’। ফলে দর্শকদের মন জেতার লড়াইটাও বেশ হাড্ডাহাড্ডি ববে বলেই ধারনা করা যাচ্ছে। এবছর দেবের তিনটি সিনেমা মুক্তি পেতে চলেছে। ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’ ছাড়াও পুজোয় ‘বাঘা যতীন’ ও শীতের ছুটিতে ‘প্রধান’ মুক্তি পেতে চলেছে।