নিউজ ডেস্ক: ‘বাস্তিল ডে’ তথা জাতীয় দিবস উপলক্ষে দেশের পতাকা হাতে কুচকাওয়াজ করছে ফরাসি বাহিনী। সঙ্গে দেশের পতাকা নিয়ে ভারতের তিন বাহিনীর ২৬৯ জন সদস্য। মধ্য প্যারিসের রাস্তায় ঠিক এভাবেই ইতিহাস তৈরি করল ভারত।
‘বাস্তিল দিবস’ উৎযাপনে অংশগ্রহণের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেইমত বৃহস্পতিবার দু’দিনের ফ্রান্স সফরে রওনা দেন মোদী। ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেন সেদেশের জাতীয় উৎসবে। তবে একা নন। সঙ্গে দেশের তিন বাহিনীর সদস্য।
ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে ‘সারে জাহা সে আচ্ছা’র ধ্বনিতে প্যারড করতে দেখা গেল ভারতীয় সেনা জওয়ানদের। চেয়ার থেকে উঠে জওয়ানদের স্যালুটও জানালেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, চ্যাম্পস্ এলিসিসি’এর উপর দিয়ে ফরাসি যুদ্ধবিমানের সঙ্গে মহড়ায় অংশ নিল ভারতীয় বায়ুসেনার চারটি রাফালে যুদ্ধবিমান এবং দুটি সি-১৭ গ্লোবমাস্টার। অন্যদিকে, ফরাসি উপকূলের ব্রিস্ট ডকে দেখা গেল গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই’কে। সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য!
Tags: NULL