নিউজ ডেস্ক: বিহারে বিজেপির মিছিলে পুলিশের লাঠি চার্জের ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিজেপি কর্মীর। এবার সেই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করল বিজেপি। উল্লেখ্য, জেনারেল ডায়ার ছিলেন কুখ্যাত ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড’-এর হোতা। তাঁর আদেশে গুলি করা হয়েছিল সাধারণ মানুষকে। গত বৃহস্পতিবার বিহার সরকারের ডোমিসিল নীতির বিরোধে বিধানসভার দিকে শান্তিপূর্ণ মিছিল করে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় পাটনা পুলিশ লাঠি চার্জ করে সেই মিছিলের উপর। লাঠির আঘাতে মৃত্যু হয় বিজেপি কর্মী বিজয় কুমার সিংয়ের।
পুলিশের লাঠিচার্জের ঘটনাকে পূর্ব-পরিকল্পিত আখ্যা দিয়ে বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন,’ বিহারের জঙ্গল রাজের তৃতীয় অধ্যায়ে আহুতি দিতে হলো বিজেপিকে। বিহারের মানুষ জবাব দেবে এই জঘন্য কাজের।’ পাশাপাশি নীতিশ-সরকারকে ‘লাঠি-গুলির সরকার’ তকমা দেন তিনি।
যদিও লাঠিচার্জে মৃত্যুর ঘটনা অস্বীকার করে প্রশাসন জানায়, ‘মৃত কর্মীকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। আর কোনওরকম আঘাতের চিহ্ন পাওয়া যায় নি তার দেহে।’ কিন্তু প্রশাসনের এই দাবি নস্যাৎ করে দিয়ে নিত্যানন্দজী বলেন, এই মৃত্যু কোনওভাবেই স্বাভাবিক নয়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগও দাবি করেন তিনি। বিহারে শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের ডোমিসিল পদ্ধতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করছিল বিজেপি। এই ঘটনার উপর পুলিশের বর্বরোচিত আক্রমণকেই ইংরেজ-শাসিত ভারতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন তিনি।