নিউজ ডেস্ক: ইউক্রেনে শান্তি ফেরাতে সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত ভারত। তবে সেকাজে ফ্রান্সের পাশে থাকার দরকার রয়েছে। সফরে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীর্ঘ বৈঠকের পর শুক্রবার সাংবাদিক সম্মেলনে একটি যুগ্ম বিবৃতি পেশ করে ভারত ও ফ্রান্স। সেখানে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। জানান, করোনার পর আর্থ-সামাজিক ক্ষেত্রে চরম সংকটের সম্মুখীন হয়েছে গোটা বিশ্ব। সেই রেশ কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের কারণে ফের একই সমস্যার সম্মুখীন গোটা বিশ্ব। শীঘ্রই বিশ্বের প্রতিটি দেশকে মিলিতভাবে এই সমস্যার শীঘ্র সমাধান করতে হবে বলে জানান মোদী। সেইসঙ্গে তিনি বলেন, ‘কূটনীতি এবং আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করা সম্ভব’।
আরও পড়ুন: Arunachal Pradesh: ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ অরুণাচল, আমেরিকার পদক্ষেপে চাপে চিন
উল্লেখ্য, মোদীর বক্তব্যের আগে ম্যাক্রোঁ একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মতপার্থক্যের কারণে বিভিন্ন দেশের মধ্যে বিভাজনের সংশয় রয়েছে। সুতরাং, শীঘ্রই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান না হলে খাদ্য ও আর্থিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে বিভিন্ন দেশ।
প্রসঙ্গত, দেশের অপরিশোধিত তেলের যোগানের সিংহভাগ রাশিয়া থেকে আমদানি করে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রেও দু’দেশের মধ্যে রয়েছে সু-সম্পর্ক। এমত অবস্থায় শুরু থেকেই যুদ্ধের বিষয়ে মৌনতা বজায় রেখে চলেছে ভারত। অন্যদিকে, অস্ত্র সরবরাহ করে প্রথম থেকেই ইউক্রেনের সঙ্গে ‘বন্ধুত্ব’ বজায় রেখেছে ফ্রান্স। এমনকি, চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনে অত্যাধুনিক দীর্ঘ দৈর্ঘ্যের ক্রুস মিসাইল পাঠানোর কথা ঘোষণা করেছেন ম্যাক্রোঁ। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের দাবি, ইউক্রেনে শান্তি ফেরানোর বিষয়ে ভারত এবং ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।